শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় মোটারসাইকেল আরোহী নিহত

0
187

রানা আহম্মেদ অভি, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় বাসের ধাক্কায় তুষার মন্ডল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস এলাকা একটি সড়কে দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন থানা পুলিশ। তিনি শৈলকুপা উপজেলার পদমদী উত্তরপাড়ার মরহুম সোহরাব আলী মন্ডলের পুত্র ও ভ্যাকু ড্রাইভার ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে শৈলকুপার উদ্দেশ্যে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহী তুষারের মৃত্যু হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শনিবার সকালে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। নিহতের স্বজনরা এলে বিস্তারিত পরিচয় জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here