মাগুরায় আওয়ামী লীগের বিশাল উন্নয়ন জনসভা অনুষ্ঠিত 

0
205

স্টাফ রিপোর্টারঃ মাগুরার সদর উপজেলার কেচুয়াডুবিতে আওয়ামী লীগের বিশাল উন্নয়ন জনসভা ১৫ জানুয়ারি রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আাসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর। সভাপতিত্ব করেন মঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মঘী ইউনিয়নের চেয়ারম্যান হাসনা হেনা, প্রেসক্লাব মাগুরার সাধারণ সম্পাদক মোঃ শামীম খান প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, হামিদুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম, শালিখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, সাব্বির হোসেন বিপ্লব প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও তার অংগঠনের জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের সমর্থক বৃন্দ। সঞ্চালক হিসেবে ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম। অনুষ্ঠানের আয়োজন করেন মঘী ইউনিয়ন আওয়ামী লীগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here