মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

0
173

মাবিয়া রহমান,মনিরামপুর প্রতিনিধিঃ যশোরের মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিচের রাস্তায় পড়ে গিয়ে সজিব হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
 রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মনিরামপুর-খেদাপাড়া সড়কের চাঁদপুর মনিরের মোড়ে দুর্ঘটনার শিকার হয় ওই কিশোর। এরপর যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক দুপুর ২ টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। সজিব উপজেলার গরিবপুর গ্রামের ফারুখ হোসেনের ছেলে। নিহত কিশোরের মামাতো ভাই কলেজ শিক্ষক মামুন-অর-রশিদ জুয়েল জানান, সজিবের ছোট ভাই তাসকিন হোসেন স্থানীয় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। দুপুরে ছুটির পর তাকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল সজিব। তারা স্থানীয় মনিরের মোড়ে পৌঁছুলে বিপরীতমুখী একটি মোটরসাইকেল দেখে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার উপর পড়ে যায় সজিব ও তাসকিন। এসময় পিছন থেকে একটি মোটরসাইকেল এসে সজিবের মাথায় আঘাত করে। এতে রক্তাক্ত জখম হয় সজিব।
জুয়েল বলেন, স্থানীয়রা সজিবকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে চিকিৎসক আহত ব্যক্তিকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। যশোরে নেওয়ার পর চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস দুর্ঘটনায় কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here