খাজুরায় ইউপি সদস্য ‘আপত্তিকর’ অবস্থায় আটক

0
233

স্টাফ রিপোর্টার : যশোরের খাজুরায় এক প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় আরিফুল ইসলাম (৪৬) নামে এক ইউপি সদস্যকে হাতেনাতে আটক করার অভিযোগ উঠেছে। এ সময় তাকে উপর্যুপরি ধোলাই দিয়ে রশিতে বেঁধে রাখেন স্থানীয়রা। সোমবার (১৬ জানুয়ারি) এ সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
এর আগে শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে স্থানীয় জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আরিফুল ইসলাম ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই গ্রামের মৃত আমজেদ মন্ডলের ছেলে।
ভিডিওতে দেখা যায়, ইউপি সদস্য আরিফুলকে রশি দিয়ে বেঁধে রাখা। এক হাতে নিজের লুঙ্গি ধরা তার, গলা ও ডান কান রক্তাক্ত। চারিদিক থেকে ঘিরে রাখা উত্তেজিত জনতা ওই ইউপি সদস্যকে মারধর করার চেষ্টা করছেন। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি চেষ্টা করছেন জনতার তোপের মুখ থেকে আরিফুলকে রক্ষা করতে। তবে এর আগে তাকে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরার সময় ধোলাই দিয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী। পরে ওই রাতেই অভিযুক্ত ইউপি সদস্য আরিফুলকে ছেড়ে দেওয়া হয়।
ভাইরাল ভিডিওতে আরো দেখা যায়, অভিযুক্ত প্রবাসীর স্ত্রী খাটের ওপর বসা। ইউপি সদস্য আরিফুলের সাথে তার পরকীয়া প্রেমের গল্প শুনাচ্ছেন সবাইকে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে রেকডিং না করার জন্য অনুরোধ করছেন ওই প্রবাসীর স্ত্রী।
এলাকাবাসী জানান, বেতালপাড়া গ্রামের এক সৌদি আবর প্রবাসীর স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবৎ পরকীয়া চলছিলো আরিফুলের। শনিবার রাতের আঁধারে তাকে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকতে দেখা যায়। এ সময় স্থানীয়রা আপত্তিকর অবস্থায় তাদের হাতেনাতে আটক করেন। ইউপি সদস্যের এহেন কর্মকান্ডে বিব্রত এলাকাবাসী।
এদিকে, অভিযুক্ত ইউপি সদস্য আরিফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ থাকায় এ ব্যাপারে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আরিফুল মেম্বার এবং ওই প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় আটকের পর মুঠোফোন জব্দ করে তাদের আটকে রাখেন স্থানীয়রা। রাত ১টার পর বেতালপাড়া গ্রামের মোস্তফা নামে এক ব্যক্তির জিম্মায় মেম্বারকে ছেড়ে দেওয়া হয়। আজ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসে অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও আরিফুল মেম্বার হাজির হয়নি। উল্টো মুঠোফোনটি নেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে তদবির চালাচ্ছেন। মুঠোফোন দু’টি বর্তমানে আমার হেফাজতে রয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here