বাঘারপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ূর রহমান আটক 

0
176

আজম খান, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ূর রহমানকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে মহিরনস্থ প্রশিকা মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চত করে বলেন, আমার জানামতে মশিয়ূর রহমানের বিরুদ্ধে কোন গ্রেফতারি পরোয়ানা ছিলোনা। কি কারণে তাকে আটক করা হয়েছে সেটা এই মূহুর্তে বলতে পারছিনা। বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন জানান, উপজেলার মাহমুদপুর এলাকার একটি নাশকতার মামলায় মশিয়ূর রহমানকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় আরো কয়েকজনকে এর আগে গ্রেফতার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here