মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হামিদুল ইসলাম(৩০)নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার রাত ১০টার দিকে মহেশপুর থানার এসআই আব্দুল মান্নান তাকে আটক করেন। সে উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের আনারুল ইসলামের ছেলে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন নিশ্চিত করেছেন।
ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, ‘মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে এসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভোলাডাঙ্গা ইট ভাটার নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। সে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান করে আসছিল। এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।’















