যশোরে শীতবস্ত্র বিতরণ

0
226

যশোর প্রতিনিধি : বাংলাদেশে চীনের দূতাবাস এবং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (এ্যাবকা) ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর সহযোগিতায় রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর ও বরিশাল জেলার ৫৮০০ পরিবারের জন্য শীতবস্ত্র বিতরণ করেছে। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ৩ হাজার কম্বল, শিশুদের জন্য ১৫০০ হুডি জ্যাকেট, পুরুষ ও মহিলাদের জন্য ৮০০টি চাদর এবং শৈত্যপ্রবাহে আক্রান্তদের জন্য ৫০০ ফ্লোর ম্যাট। বিতরণে উপস্থিত ছিলেন চীন দূতাবাসের দ্বিতীয় সচিব এম এস ল্যাং ল্যাং, এ্যাবকা এর সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ শাহাবুল হক, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর সিইও এনায়েত হোসেন জাকারিয়া, ইউএনও যশোর সদর জনাব অনুপ দাস, জলঢাকার ইউনিয়ন চেয়ারম্যান, আখিরাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. বিতরণ অনুষ্ঠানে মিঠা পুকুরের খোরাগাস ও নয়নপুর ইউপি চেয়ারম্যান, পীরগাছার সাউলা ইউপি চেয়ারম্যানসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চীন দূতাবাসের ২য় সেক্রেটারি এমএস ল্যাং ল্যাং কিছু উপকারভোগীর বাড়িতে যান এবং সম্প্রদায়ের সাথে কথা বলেন। তিনি আশা করেন যে বাংলাদেশের দরিদ্র জনগণের জন্য আরও সহায়তা আসবে এবং আগামী দিনে বাংলাদেশ ও চীনের মধ্যে জনগণের সম্পর্ক আরও শক্তিশালী হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here