লোহাগড়ায় বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
385

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি :  নড়াইলের লোহাগড়ায় বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবি ও
সোমবার (১৬ জানুয়ারী) সকাল ১১টায় লোহাগড়া উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহায়তায় লোহাগড়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি রানী মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, লোহাগড়া পৌর মেয়র আলহাজ্ব সৈয়দ মশিউর রহমান, লোহাগড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, চায়না বেগম, কাজী মুর্শিদা, মানব পাচার ও নিরাপদ সড়ক বাস্তবায়ন কমিটির নড়াইল জেলার সভাপতি সৈয়দ খায়রুল ইসলাম, লোহাগড়া পৌর কাউন্সিলর রাজিয়া সুলতানা বিউটি, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসান, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, প্রভাষক রুপক মুখার্জি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here