শার্শা সীমান্তে ৬ কোটি টাকার স্বর্ণের বার সহ পাচারকারী আটক

0
199

যশোর অফিস : যশোরের শার্শা সীমান্ত থেকে ৬৩ পিচ (৭ কেজি ৩৩৬ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৭ জানুয়ারি ) দুপুরে উপজেলার অগ্রভুলাট সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের চালান সহ তাকে আটক করে বিজিবি সদস্যরা।
আটক রাজ্জাক বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের মৃত শমসের সর্দারের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, ভারতে স্বর্ণের একটি চালান পাচারের উদ্দেশ্যে অগ্রভূলাট সীমান্তে পাচারকারীরা অবস্থান করছে। এমন গোপন খবরে, এক সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে থামিয়ে আটক করা হয়।
পরে তাকে তল্লাশি করে মোটরসাইকেলের চ্যাসিসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।যার বাজারমূল্য প্রায় ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার টাকা।
আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here