মোন্তাজ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি: মনিরামপুর বাজারে সাফিয়া কোথিং ষ্টোর কাপড়ের দোকানে শুক্রবার রাতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে আনুমানিক ৯ লাধিক টাকার মালামাল পুড়ে ছায় হয়ে গেছে। দ্রুত ঘটনা স্থানে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রতনের কারণে আশপাশে অন্য কোন দোকানে য়তি হয়নি। বিষয়টি দোকানের মালিক সাফিয়া বেগম থানায় একটি জিডি করেছে।
সূত্রে জানাযায়, মণিরামপুর দুর্গাপুর গ্রামের পিতা মৃত মোজাহার আলীর মেয়ে সাফিয়া বেগম (৫০) দির্ঘদিন ধরে পৌর শহরে হামিদা শপিং কমপ্লেক্সে সাফিয়া কোথিং ষ্টোর কাপড়ের দোকান ভাড়া নিয়ে কাপড়ের ব্যবসা করে আসছে। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যায়। এরপর রাত ১০টা ৫০ মিনিটে দোকানের আগুনে প্রায় ৯ লাধিক টাকার মালামাল পুড়ে ভুস্মীভুত হয়েছে বলে যানাযায়। আশপাশের লোকজন ফায়ার সার্ভিস অফিসে ফোন দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিযন্ত্রণে আনার কারণে অন্য কোন দোকানে য়তি হয়নি। কাপড় ব্যবসায়ী সাফিয়া বেগম থানায় হাজির হয়ে জিডি করেছেন। জিডি নং ১০৬২ তারিখ ইং ২১ জানুয়ারী। দোকানের মালিক সাফিয়া বেগেম জানায়, আমি আশা এনজিও থেকে ৩ ল, জনতা ব্যাংক থেকে ১০ ল টাকা লোন ও নিজের গচ্ছিত টাকাসহ প্রায় ১২ ল টাকা কাপড়সহ বাকি বিক্রিত খাতাপত্র পুড়ে ছায় হয়ে গেছে। আমি এখন কি করে চলবো। আমি সর্বশান্ত হয়ে গেছি। মণিরামপুর বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মিঠু মোল্লা জানান, সাফিয়া বেগম ধার দেনা হয়ে সুন্দর ভাবে ব্যবসা করে আসছে। কিন্তু শুক্রবার রাতে দোকান পুড়ে যাওয়াতে তার অপুরনীয় তি হয়েছে।















