আনিছুর রহমান :- মাছের ঘেরের জল মোটরের বিদ্যুতে ধরে পানিতেই ঘের মালিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মনিরামপুরের পাঁচপোতা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরিহরনগর ইউনিয়নের পাচপোতা গ্রামের আব্দুর রহমান মোড়লের ছেলে বিশিষ্ট ঘের ব্যবসায়ী আবুল কালাম আজাদ। তার বাড়ি সংলগ্ন কপোতাক্ষ নদীর পাড়ে মাছের ঘেরে জল মটর নষ্ট হয়ে যায়। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ঘের মালিক আবুল কালাম আজাদ ওই জল মোটর ঠিক করার জন্য ঘেরের পানিতে নামে। জল মোটরের লাইন ঠিক করতে যাওয়ায় হঠাৎ বিদ্যুতে ধরে আজাদের পানিতেই মৃত্যু হয়।। বিষয়টি পাশের লোকজন জানতে পেরে পানি থেকে আজাদের মৃত্যু দেহটি পানির উপরে নিয়ে আসে। ঘের মালিক আজাদের মৃত্যুর সংবাদ তাৎক্ষণিক চারিদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষের ভীড় জমান। এ বিষয়ে অপর ঘের মালিক শাহজাহান কবির জানান আবুল কালাম আজাদের বিভিন্ন জায়গায় মাছের ঘেরের ব্যবসা রয়েছে। জল মোটরের বিদ্যুৎ লাইনে ধরিয়ে তার ঘটনা স্থলে মৃত্যু হয়। এ বিষয়ে মনিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর রাজগঞ্জ শাখা অফিসের এজিএম কম সাহাজান কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনার কাছ থেকে এইমাত্র শুনলাম। তবে যে বিদ্যুত লাইনে ঘের মালিক মারা গেছে সেই লাইনটি অবৈধ ধরা যায় তারপরেও মৃত্যুটা স্বাভাবিক। বিষয়টি নিয়ে জানার জন্য
ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সামনুর মোল্যা সোহান কাছে জানার জন্য ফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ফলে বক্তব্য দেওয়া সম্ভব হলো না।















