এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: সাগরদাঁড়িতে অনুষ্ঠিত মধুমেলায় জাদু প্রদর্শনী প্যান্ডেলে নিয়ম ভঙ্গ করে পরিচালনা করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্যান্ডেলটিও বন্ধ করে দেওয়া হয়েছে। মধুমেলার প্রথম দিনেই বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানাসহ প্যান্ডেলটিও বন্ধ করে দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত মধুমেলার উদ্বোধনী দিনে মেলা প্রাঙ্গণের ‘ম্যাজিক শো’ নামে একটি যাদু প্রদর্শনী প্যান্ডেলে প্রশাসনের নিয়ম না মেলে অনুষ্ঠান পরিচালনা করছিল। উপজেলার গোপসানা গ্রামের রবিউল ইসলাম ওই প্যান্ডেলটি পরিচালনা করছিলেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান বলেন, নিয়ম না মানায় ওই প্যান্ডেলটির মালিক রবিউল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানাসহ প্যান্ডেলটি বন্ধ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কবির জন্মভূমি সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি এ মেলা শেষ হবে।















