৬ মাসে কেরু এ্যান্ড কোম্পানী মদ বিক্রিতে রেকর্ড করেছে।

0
288

মাহমুদ হাসান রনি, দামুড়হুদ(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ কেরু এ্যান্ড কোম্পানীর রেকর্ড ভেঙ্গে ৬ মাসে ২৩৩ কোটি টাকার মদ বিক্রি করেছে। দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানী ২০২২ জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে শুধু মদ বিক্রি করছে ২৩২ কোটি ৯৬ লাখ টাকার।এর আগে ২০২১-২০২২ অর্থবছরে ১২ মাসে মোট মদ বিক্রি করেছিলো ৩৬৭ কোটি টাকার।গত ৬ মাসে যে পরিমান মদ বিক্রি করেছে তা পূর্বের অর্থ বছরের চাইতে ২১ শতাংশ বেশী। দেশে বিদেশী মদের আমদানী কমে যাওয়ায় ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত কেরু এ্যান্ড কোম্পানী মদ বিক্রিতে এবার রেকর্ড করেছে। কেরুজ মদের মধ্যে রয়েছে ইয়োলো লেবেল মন্টেল হুইস্কি,গোল্ড রিবন,জিন, ফাইন ব্রান্ডি,চেরি ব্রান্ডি,ইস্মেরিয়াল হুইস্কি,অরেন্জ কুরাকাও,জারিনা ভদকা,রোসা রাম ও ওল্ড রামের মতো ৯টি ব্রান্ডের মদ।সারা দেশে কেরুর ১৩ টি ওয়ার ইাউজ ও ৩টি বিক্রয় কেন্দ্র রয়েছে। নতুন করে কক্সবাজার ও কুয়াকাটায় নতুন বিক্রয় কেন্দ্রের আনুমোদন দিয়েছে মাদক দ্রব্য অধিদপ্তর। কেরু কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশে বিদেশী মদের আমদানী নিয়ন্ত্রণ করায় কেরুর মদের চাহিদা কয়েক গুন বেড়েছে।দেশে অ্যালকোহনের চাহিদা মেটাতে বিয়ার তৈরির লক্ষ্যে ২য় ইউনিট স্থাপনের পরিকল্পনা সরকার হাতে নিয়েছে।এটি বাস্তবায়ন করা হলে উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here