মাহমুদ হাসান রনি, দামুড়হুদ(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় ৩৫ ভরি ২ রতি ওজনের ৫টি স্বর্নের টুকরো উদ্ধার করেছে ডিবি ও দর্শনা থানা পুলিশ।
দর্শনা থানার ওসি এ এইচ এম লুৎফল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ডিবি ও দর্শনা থানা পুলিশের সদস্যরা দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় সীমান্তবর্তী নাস্তিপুরের দিকে একটি মটর সাইকেল দ্রুত যাওয়ার সময় গতি রোধ করে।মটরসাইকেলের চালক নাস্তিপুর গ্রামের নওশেদ আলীর ছেলে হৃদয়(২০) লাফ দিয়ে পালানোর চেস্টা করে ও একটি প্যাকেটে মোড়ানো বান্ডিল পাশের ড্রেনে ফেলে দেয়।পুলিশ ড্রেন থেকে প্যাকেট উদ্ধার করে। এবং তার ভেতর থেকে ৫টি সোনার বার উদ্ধার করে। পুলিশ হ্দয়কেও আটক করে।















