মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ ঝিনাইদহের মহেশপুরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে কোদলা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছেন বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু। নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালিউত্তোলন করায় হুমকির মুখে পড়েছে নদীর পাশ^বর্তী গ্রামগুলো,ফসলি জমি ও ভোলাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। প্রশাসনের নাকের ডগায় নদীতে ২টি মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হলেও যেন দেখার কেউ নেই। সরেজমিনে দেখা গেছে, মহেশপুর উপজেলার সীমান্ত কোদলা নদীতে ২টি ড্রেজার মেশিনের সাহায্যে বালি উত্তোলন কাজ চলছে। এসব উত্তোলনকৃত বালি পাশের সরকারি ভোলাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্তুপ করে রাখা হচ্ছে।
এলাকাবাসী বলেন, চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু নদীর পাশের ভোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বালি ভরাটের আশ^াস দিয়ে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে ছিলেন। প্রথমে বালি উত্তোলন করে বিদ্যালয় মাঠে স্তুপ করে রেখে ছিলো। কিন্তু পরে তা বিক্রি করে আবারও বালি উত্তোলন করছেন। এ বিষয়ে স্থানীয় ভূমি কর্মকর্তা কবির হোসেন বলেন, গত সপ্তাহে বালি উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। এডিসি রেভিনিউ রাজিবুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান বিষয়টি আমাদের নজরে এসেছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত চেয়ারম্যান জিন্টুর মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।















