রাসেল মাহমুদ।। মানুষ গড়ার কারিগর, প্রথিতযথা শিক্ষক, যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাঁখারগাতী এম.এল মাধ্যমিক বিদ্যালয়ের ভূতপূর্ব বাংলা শিক্ষক এস.এম জাহিদ কামাল স্যার মারা গেছেন। রবিবার দুপুর আনুমানিক ১১:৩০ মিনিটে যশোরের এক বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইহজগৎ থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুণী এই শিক্ষকের মৃত্যুতে শাঁখারিগাতী গ্রামবাসী,,স্কুলের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝেও শোকের ছায়া নেমে আসে।
জাহিদ কামাল স্যার পাঠ্যদানের কলাকৌশল ও সাহিত্যের উপর দক্ষতার অধিকারী ছিলেন। তিনি জীবনের অনেক সময় সাহিত্যচর্চা করেছেন। প্রতিটি ক্ষেত্রে দরদী মনোভাব, আদর, সোহাগ, শাষণ ছিল তাঁর সহজাত বৈশিষ্ট্য। এস.এম জাহিদ কামাল স্যার স্কুলের বিভিন্ন আলোচনা সভা, সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করতেন।















