মোন্তাজ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, পুঁথিগত বিদ্যা নয়, সৃজনশীল শিক্ষায় শিক্ষিত হতে হবে। দক্ষতা অর্জন করে বিদেশে গিয়ে রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানের সাথে কাজ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বমহিমায় দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুশিক্ষা গ্রহন করতে হবে। দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকদের গুরুত্বপুর্ণ ভ’মিকা রয়েছে।
বুধবার দুপুরে মণিরামপুর সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার কবীর হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক ফিরোজ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার। উপস্থিত ছিলেন অধ্যক্ষ জিএম রবিউল ইসলাম ফারুকী, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপাধ্যক্ষ সমীর কুমার হালদার, পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, বাবুলাল চৌধূরী, সুমন দাস, যুবলীগ নেতা মঞ্জুর আক্তার, ছাত্রলীগ নেতা মেহেদি হাসান প্রমূখ।
এর আগে সকালে উপজেলার রাজগঞ্জ ডিগ্রী কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। কলেজ অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রহমতুল্ল্যাহ প্রমূখ।
Home
যশোর স্পেশাল পুঁথিগত বিদ্যা নয়, সৃজনশীল শিক্ষায় শিক্ষিত হতে হবে-প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য















