অভয়নগরে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় মতবিনিময়

0
181

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় উপজেলা আওয়ামী লীগের সঙ্গে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বাপ্পি, আইন বিষয়ক সম্পাদত অ্যাড, সৈয়দ কবীর হোসেন জনি, দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দুলাল অধিকারী, সহ-দপ্তর সম্পাদক আলমগীর মিনা, সদস্য ইউপি চেয়ারম্যান অ্যাড. নাসির উদ্দিন, আব্দুল মাজেদ মুন্সী, নাসির ফারাজী, ফারাজী মনির হাসান তাপস প্রমুখ। অপরদিকে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন, সভাপতি বিষ্ণুপদ দত্ত, সহ-সভাপতি অধীর কুমার পাড়ে, শেখর চন্দ্র সাহা, শংকর সিংহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here