কালিয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত!

0
195

মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় ফার্ণিচারের কাঠবোঝাই নসিমন উল্টে চালক রমজান মোল্যা (৩০) নিহত হয়েছেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে রঘুনাথপুর কাটা বট গাছতলায় এ দুর্ঘটনা ঘটে। রমজান মোল্যা বাঁশগ্রামের হাসমত মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠবোঝাই নসিমন চালিয়ে রমজান বাঁশগ্রাম থেকে রঘুনাথপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাটা বট গাছতলার কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন সড়কের পাশের পুকুরে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, রমজান দুই সপ্তাহ আগে বিয়ে করেন। এ দুর্ঘটনায় নববধূসহ পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম চলছে এবং এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here