সতীঘাটা কামালপুর গ্রামের পল্লী চিকিৎসক শিশিরের মাতা পরলোকগমন

0
179

নাসির উদ্দিন নয়ন কুয়াদা যশোর প্রতিনিধ : যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড কামালপুর গ্রামের সতীঘাটা বাজারে পল্লী চিকিৎসক শিশিরের মাতা পরলোকগমন করেন। বৃহস্পতিবার বিকাল চারটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। জানা যায় বুধবার অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে ঐদিন বিকাল ৪ টা সময় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিন ছেলে ও তিন মেয়ে এবং স্বামী রেখে পরোলোক গমন করেন। ঐদিন রাত আটটার সময় সতীঘাটা শ্মশানে তার মাতাকে সমাধী করা হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here