মহেশপুরে জমি সংক্রান্ত সন্ত্রাসী হামলায় নারী আহত ও ধান ক্ষেত নষ্ট

0
174

মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ ঝিনাইদহের মহেশপুরে সন্ত্রাসী হামলায় এক নারী আহত ও ধান ক্ষেত নষ্ট করে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘোষপুর গ্রামে। এ ঘটনায় আহত নারী সুন্দরী খাতুন(৩০)কে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ঘোষপুর গ্রামের মৃত ইসলাম কাহারের ছেলে আসানুর ২৫ নং নেপা মৌজার ১৪৫ নং খতিয়ানে ২৩ শতক জমি পৈর্তক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। রবিবার সকালে ওই গ্রামের নুরুন্নবীর ছেলে তৌফিকুর রহমান জমিটি দখল নিতে তার ইট ভাটার ৫০/৫৫ জন শ্রমিক লেলিয়ে দিয়ে আসানুরের রোপনকৃত ইরি ধান নষ্ট করে দেয়। এ সময় বাধা দিতে গেলে আসানুর রহমানের স্ত্রী সন্দরী খাতুনকে তরা মারধোর করে মারাত্মকভাবে আহত করে।
ভুক্তভোগী আসানুর রহমান জানায়, আমি রোপনকৃত ধানের জমিতে কাজ করছিলাম। এ সময় তৌফিকুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালিয়ে আমার ধান ক্ষেতসহ আমার স্ত্রীকে আহত করে। উক্ত ঘটনায় ঘোষপুর গ্রামের কাশেমের ছেলে তোতা,বজলুর রহমানের ছেলে টিটোন ও হরির ছেলে তোতা মন্ডলকে পুলিশ আটক করলেও রহস্য কারণে ছেড়ে দেয়।
এ ব্যাপারে মহেশপুর থানার এসআই আসাদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আটককৃতরা ভাটায় কাজ করে এ ঘটনায় তারা জড়িত ছিল না। এদিকে ভুক্তভোগী পরিবার সুষ্ঠু বিচার পেতে প্রশানের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here