ভৈরব নদ থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে জনউদ্যোগের মানববন্ধন

0
200

প্রেস বিজ্ঞপ্তি : জনউদ্যোগের আয়োজনে যশোর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভৈরব নদ থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জনউদ্যোগ সদস্য মাহবুবুর রহমান মজনুর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌল্লাহ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হারুর-অর- রশিদ, যশোর ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব জিল্øুর রহমান ভিটু, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি ফারাজী আহমেদ সাইদ বুলবুল, উপশহর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন ইকবাল, ঘাতক দালাল নিমূল কমিটি জেলা সাধারণ সম্পাদক সাজেদ বকুল, বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলন কেন্দ্রীয় সভাপতি বিভূতোষ রায়, প্রাইডের নিবার্হী পরিচালক উজ্জ্বল কুমার বালা, নারী নেত্রী ও জনউদ্যোগ সদস্য সৈয়দা মাসুমা বেগম, বাংলাদেশ যুবমৈত্রী জেলা সাধারণ সম্পাদক সুকান্ত দাস। মানবন্ধনে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার কণা, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা আহবায়ক আকরাম হোসেন, জয়তীর সোসাইটির বর্নালী সরকার।
মানববন্ধনে বক্তারা বলেন যশোর শহরের আজিজসিটি এলাকা থেকে মাসের পর মাস ধরে ভৈরব নদ থেকে বালু উত্তোলন করে চলেছে একটি মহল। জনউদ্যোগ ভৈরব নদ থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে গত ৫ জুন ২০২২ প্রেসমিট এবং সর্বশেষ ০৮ ডিসেম্বর ২০২২ সংবাদ সম্মেলন করে যশোর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। প্রেসমিট, সংবাদ সম্মেলন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার খবর স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। তারপরেও বালু উত্তোলন বন্ধ করার কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here