যশোর মনিরামপুর মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুত্ব আহত -১

0
208

নাসির উদ্দিন নয়ন কুয়াদা যশোর প্রতিনিধ ঃ যশোর সদর উপজেলা মনিরামপুর মহাসড়কে সতীঘাটা বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খুলনা মেট্রো উ- ১১ – ২৫৬ ট্রাকে হেল্পার নুর আলম (২২) গুরুতর আহত হয়। মঙ্গলবার গভীর রাতে আনুমানিক ২ঃ৩০ মিনিটে সতীঘাটা বাজারে এই মার্মাতিক সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক সেভেন রিংস সিমেন্ট বোঝায় অবস্থায় নিয়ে ঝিনাইদহ মহেশখালী উদ্দেশ্যে যাচ্ছিলেন পথিমধ্যে সতীঘাটা বাজারে আসলে রাতে ঘন কুয়াশায় ট্রাকের চালক দেখতে না পারায় বাজারে সামনে সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ১০ চাকা ট্রাকের পিছনে সজোরে সংঘর্ষ হলে সেভেন রিংস সিমেন্ট ট্রাকের হেলপারের গুরুত্ব ,জখম হলে রাতে সংবাদ পেয়ে কোতোয়ালি মডেল থানা টল পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন এবং স্থায়ী জনগণের সহায়তায় উদ্ধার করে এবং এই দুর্ঘটনায় ট্রাকের হেলপারের অবস্থা আশঙ্কাজনক দেখে অ্যাম্বুলের যোগে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয় বলে জানা যায়। এই সড়ক দুর্ঘটনায় ট্রাকের ড্রাইভার সাইদুল ইসলাম (৪১) এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মঙ্গলবার রাতে সিমেন্ট বুঝায় দিয়ে ঝিনাইদহ মহেশখালী উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে সতীঘাটা বাজারে দশ চাকা একটি ট্রাক সড়কের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি ঘন কুয়াশা দেখতে না পারায় সজোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজরে মেরেদি এই সংঘর্ষে হলে আমার ট্র্যাকের হেল্পার এর গুরুত্ব যখম হয়। এই র্দুঘটনার সংবাদ পেয়ে তবে ট্রাকের মধ্যে হেল্পার সামনে ক্যাবিন এর মধ্যে আটকে পড়লে স্থানীয় জনগণ থানা পুলিশ যশোর ফায়ার সার্ভিসকে সংবাদ দেয় এবং ঘটনাস্থান পরিদর্শন করেন ও ট্রাকের সামনের কেবিনে আঁটকে পড়া হেলপারকে কেবিন কেটে ট্রাকের হেলপারকে উদ্ধার করে। এই সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেল্পারকে আশস্কাজনক দেখা দিলে ঐ রাতে ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং রাতের ডিউটিরত টল পুলিশ ও স্থানীয় জনগণেরও সহায়তায় ট্রাকের হেলপারকে অ্যাম্বুলের যোগে খুলনায় হাসপাতালে পাঠিয়ে দেয়া হয় তবে হেলপারের অবস্থা আশস্কাজনক বলে জানা যায়। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সড়কের জনগণের চলাচলের সুবিধার্থে এবং এই সময় সড়ক যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য কোতয়ালী মডেল থানার এস আই ফারুক রামনগর ইউনিয়নে গ্রাম পুলিশ বাচ্চু রহিম কে দায়িত্ব পালন করতে বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here