স্টাফ রিপোর্টার : যশোর শহরের রেলগেট পশ্চিমপড়ায় জনৈক ব্যক্তির বিরুদ্ধে স্কুল সংলগ্ন সরকারি জমি দখল করে ভেড়া ছাগলের ঘর নির্মান ও সেখানে পালনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে এলাকাবাসী পৌরসভার মেয়রের কাছে ঐ ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দা মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুর রাজ্জাক রেলগেট পৌর প্রাথমিক বিদ্যালয়ের পাশে জমি দখল করে ছাগল ভেড়ার ঘর নির্মান করেছেন। এখানে পাঠা দিয়ে ভেড়া ছাগল পাল দেওয়ার কাজও সে প্রকাশ্যে করে। এতে নিষেধ করায় ঐ ব্যক্তি তার
আত্মীয়ের নাম ভাঙিয়ে বিরুদ্ধচারনকারীদের দমিয়ে রাখে। রাস্তার জমি বা সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করে আইন ভঙ্গ করলেও কেউ তার অন্যায় কর্মের প্রতিবাদ করেনা।
আব্দুর রাজ্জাকের ছাগল ভেড়ার ঘরের কারনে স্কুলের ছাত্র ছাত্রীদের তীব্র সমস্যা হচেছ।
এই লিখিত অভিযোগের বিষয়ে ৫নং ওয়ার্ড পৌর কাউন্সিলর রাজিবুল আলমের সুপারিশ রয়েছে। এছাড়া লিখিত অভিযোগ পত্রে ৫৯ জন এলাকাবাসীর স্বাক্ষর রয়েছে।















