মণিরামপুরে গৃহবধূ কর্তৃক ঘরে আগুন: ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

0
213

আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে এক গৃহবধূ নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এতে আনুমানিক ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রাহ্মনডাঙ্গা গ্রামের মাষ্টার রোস্তম আলীর স্ত্রী রাজিয়া পারভীন (৪৮) ঘরে আগুন ধরিয়ে দেয়। স্বামী রোস্তম আলী জানান, তার স্ত্রী মানুষিক রোগে ভূগছিল। স্ত্রীর চিকিৎসার জন্য তাকে যশোর ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে জানায়। কিন্তু তাতে দ্বিমত পোষন করে। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এ ব্যাপারে রোস্তম আলী জানান, ওইদিন সন্ধ্যায় তিনি ব্যক্তিগত কাজে পাশ্ববর্তী মসজিদ মোড় বাজারে যান। এ সুযোগে তার স্ত্রী রাজিয়া পারভীন ঔরফে দিপালী খাতুন তার শোয়ার কক্ষে গ্যাস লাইট দিয়ে কাপড়ে আগুন ধরিয়ে দেয় এবং নিজেও পুড়ে মরার উদ্দেশ্যে ঘরের ভেতর অবস্থান করে। কিন্তু সংগত কারণে সে বাইরে বেরিয়ে এসে ঘরের গেটে তালা দিয়ে বাইরে অবস্থান করে। ঘটনা জানতে পেয়ে বাড়ির অন্য লোকজন ছুটে এসে। মূহুর্ত্যরে মধ্যে এলাকার লোকজন ছুটে এসে গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করে। ্এক পর্যায় স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ব্যাপারে মণিরামপুর দমকল বাহিনীকে সংবাদ দেয়া হয়। অবশ্য দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় ঘরের ভেতর থাকা নগদ ১৫ হাজার টাকা, একটি মোটর সাইকেল, একটা ফ্রীজ, একটা আলমারি, একটা ফ্যান, আসবাবপত্র, কাপড়-চোপড় সহ আনুমানিক ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া জামির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে বলে জানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here