যশোরে বদিশেি পস্তিল ওয়ান শুটারগানসহ যুবক ও এক প্রতারক আটক

0
280

যশোর প্রতনিধিি : যশোরে একটি বদিশেি পস্তিল ও একটি ওয়ান শুটারগানসহ এক যুবককে আটক করছেে র‌্যাব সদস্যরা। আটক যুবকরে নাম মহেদেী হাসান সাকবি। তনিি যশোর সদর উপজলোর মোবারককাটি গ্রামরে শহদি মোড়লরে ছলে।ে এ সময় তার কাছ থকেে একটি ম্যাগজনি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়ছে।ে বুধবার রাত ১টা ৪০ মনিটিে নজি বাড়ি থকেে তাকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্ততিে বাড়রি ছাদরে ফুলরে টব থকেে এসব অস্ত্রগুলি উদ্ধার করে র‌্যাব-৬ যশোররে সদস্যরা। বৃহস্পতবিার র‌্যাব-৬ এর অধনিায়ক মুহাম্মদ মোসতাক আহমদ যশোর ক্যাম্পে অনুষ্ঠতি সংবাদ সম্মলেনে এসব তথ্য জানয়িছেনে।
র‌্যাব-৬ যশোররে কোম্পানি কমান্ডার ল.ে নাজউির রহমান জানান, আটক সাকবি যশোর ক্যান্টনমন্টে কলজেরে শক্ষর্িাথী। তনিি নানা অপরাধরে সাথে জড়তি বলে জানয়িছেে র‌্যাব। একই এলাকার সোহান নামরে এক সন্ত্রাসীর সহকারী সাকবি। তারা ওই অস্ত্র দয়িে চাঁদাবাজ,ি এলাকায় আধপিত্য বস্তিারসহ নানা অপরাধমূলক র্কমকান্ড করে থাকনে। সোহান ও সাকবিরে বরিুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা হয়ছে।ে
তব,ে সাকবিরে পরবিাররে দাব,ি উদ্ধারকৃত অস্ত্র সোহানরে। কয়কেদনি আগে তনিি সাকবিরে কাছে রাখতে দনে।
অপরদকি,ে বৃহস্পতবিার পৃথক অভযিানে চৌগাছা নর্বিাচন অফসিরে সাবকে ডাটা এন্ট্রি অপারটের ইয়াছনি আরাফাত সুমনকে আটক করা হয়ছেে জালয়িাতি মামলায়। তনিি ঝকিরগাছার লাউজানি গ্রামরে কাজী আবু সদ্দিকিরে ছলে।ে বৃহস্পতবিার সকালে তাকে বমিানবন্দর এলাকা থকেে আটক করে র‌্যাব। সুমন চৌগাছা নর্বিাচন অফসিে চাকরি করাকালীন জাল জাতীয় পরচিয়পত্র তরৈি করে নানা অনয়িম করতনে। সইে কারণে তাকে চাকরচ্যিুত করা হয়। এরপর থকেইে তনিি আত্মগোপনে ছলিনে। তাকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়ছে।ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here