কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ৮৫বতল ফেনসিডিলসহ ইজিবাইক আটক

0
183

স্টাফ রিপোর্ট কালীগঞ্জ,(ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৮৫বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক। আটককৃত দুইজনের বাড়ী যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামের মৃত ইবাদত আলীর ছেলে রাসেল শেখ (৩০),একই গ্রামের সাত্তার আলীর ছেলে আকাশ (২৫)। রাসেল শেখের নামে আগে আর একটি মাদক মালা আছে।
শুক্রবার দুপুরে দুই টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলপৈতা বাজার এলাকাতে এসআই হুমায়নএর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। তাদের কাছ থেকে ৮৫বোতল ফেনসিডিলসহ একটি ইজিবাইক আটক করে।এসময় আর উপস্থিত ছিলেন এসআই কাবিরুল,এসআই আশিক।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রতিনিয়ত আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। তারই অংশ হিসেবে এই মাদক ব্যবসায়ীদের আমরা আটক করেছি। আসামীদের আগামীকাল কোর্টে ফাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here