পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার পল্লীতে টপ ঘেরের ভেঁড়ি বাধ কাটার অপরাধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি উপজেলার বেতবুনিয়া গ্রামে ৯ ফেব্রুয়ারী সকালে। এ ঘটনায় টপ ঘেরের মালিক জহির উদ্দীন বাদী হয়ে নজরুল সহ চার জনের নামে থানায় সাধারণ ডায়েরি করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বেতবুনিয়া গ্রামের মৃত জনাব আলী সরদারের পুত্র জহির উদ্দীন সরদারের বেতবুনিয়া মৌজায় পৈত্রিক সম্পত্তি রয়েছে। তিনি বলেন, বি আর এস ১৮৮ নং খতিয়ানের ৪১৯,৪৪০,৪৪১ ও ৪৩৬ দাগে তার ৩১ শতক জমি রয়েছে। যা তিনি দীর্ঘ দিন ধরে বাধ বদ্ধি নির্মাণ পূর্বক মৎস্য ও ধান্য চাষ করে আসছেন। গত ৯/২/২০২৩ ইল তারিখ সকালে একই গ্রামের মোঃ রফিকুল সরদারের পুত্র নজরুল ইসলাম সরদার, ফতেউল সরদারের পুত্র আক্তার, মৃত্যু মোন্তাজ গাজীর পুত্র আছানুর ও মনিরুল ঘেরের বাঁধ বদ্ধি কেটে ব্যাপক ক্ষতি করেছে। অপর পক্ষে নজরুল বলেন উক্ত জায়গায় জহির উদ্দীন এর কোন জমি নাই। থাকলে ৩/৪ শতক জমি থাকতে পারে। তাদের সমুদয় সম্পত্তি বিক্রয় করে ফেলেছে। এমন কি তার নামীয় সম্পত্তি ও আমার নিকট বিক্রয় করে ফেলেছে। কিন্তু সে বিক্রয় করা সম্পত্তি জোর জোবরানে ভোগ দখল করার চেষ্টা করে। কয়েক দিন আগ আমার রেকর্ডীয় সম্পত্তির উপর যেয়ে একটি বাঁধ দেয়ার চেষ্টা করে। আমাদের নামে কাল্পনিক অভিযোগ দায়ের করেছে।















