মণিরামপুরে প্রাইভেটকারের চাকাই পিষ্ট হয়ে ভ্যান চালক নিহত

0
195

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর পৌর শহরের বিজায়রামপুর গ্রামের হুসাইন (২৮) নামের এক দরিদ্র যুবক প্রাইভেটকারের চাকাই পিষ্ট হয়ে নিহত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি-২০২৩) দুপুর সাড়ে ১২টার পর উপজেলার সুন্দরপুর বিপ্রো ইটের ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুসাইন উপজেলার বিজয়রামপুর গ্রামের দরিদ্র জামশেদ আলী কবিরাজের মেঝো ছেলে এবং দুই সন্তানের জনক। সে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
জানাগেছে- শুক্রবার দুপুরে মণিরামপুর বাজার থেকে তার ভ্যানগাড়ী নিয়ে সুন্দরপুর বাজারের একটি দোকানে মালামাল পৌছে দিয়ে বাড়ি ফেরার পথে দিপ্রো ইটের ভাটার সামনে আসলে উল্লেখিত সময় যশোরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার তাকে পিছন থেকে ধাক্কা দেয় এবং প্রাইভেটের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।
আরও জানাগেছে- ঘটনাস্থলে পর্যাপ্ত লোকজন না থাকায় ঘাতক প্রাইভেটকার চাকল প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে গেছে।
মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা ও মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব পাটোয়ারি এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন- এই দুর্ঘটনাটি একটি দরিদ্র পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here