শ্রমিক লীগের যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে : মিলন

0
162

যশোর প্রতিনিধি : যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেছেন, আগামী ২৫ ফেব্রুয়ারি জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে। এবারের সম্মেলনে যারা নেতৃত্বে আসবে তাদের ক্লিন ইমেজের নেতা হতে হবে। কোন অযোগ্য ব্যক্তি শ্রমিক লীগের নেতা হতে পারবে না। যে নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে অগ্রণী ভূমিকা রাখবে তাদেরকেই নেতৃত্বে নিয়ে আসা হবে। তিনি সোমবার সন্ধ্যায় শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
যশোর সদর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আবুল কাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগ নেতা আমিন মীর, বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মানিক হোসেন, যশোর জেলা রিকসা ভ্যান শ্রমিক লীগের সভাপতি আবু তাহের সরদার, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সভাপতি আউয়ুব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. ওসমান গণি, যশোর জেলা ইজিবাইক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম কচি, বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক কামাল পারভেজ, বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদুল ইসলাম, যশোর জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, শ্রমিক লীগের এবারের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। সামনে জাতীয় নির্বাচন, এ কারণে সম্মেলনের মাধ্যমে সৎ, যোগ্য, বিনয়ী নেতা নির্বাচিত করতে হবে। যে সব নেতা মানুষের কাছে গেলে আওয়ামী লীগের ভোট বৃদ্ধি পায়, তাদেরকেই নেতা বানাতে হবে।
এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি সভাস্থলে উপস্থিত হলে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here