চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ চৌগাছা পৌরসভায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ঝুকি হ্রাস করণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়ন ও টেকনিক্যাল সাপোর্ট ইউনিটের সহযোগীতায় এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমান।
কর্মশালায় আলোচনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম, সহকারী প্রকৌশলী রুহুল আমিন, প্রকল্পের কো-অর্ডিনেটর মোজাম্মেল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ-সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন, সোস্যাল ডেভোলপমেন্ট স্পেশালিষ্ট (এসপিএস) আলী হোসেন, প্রকল্প রেসিডেন্সিয়াল প্রকৌশলী পার্থ বড়ুয়া, ব্র্যাক চৌগাছার সহকারী শাখা ব্যবস্থাপক শারমিন পারভীন, কাউন্সিলর আনিছুর রহমান, জহুরা খাতুন প্রমুখ। কর্মশালায় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ পৌরসভার কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন।















