শ্রমিক লীগের সম্মেলন বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল

0
181

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৫ ফেব্রুয়ারির জাতীয় শ্রমিক লীগের যশোর জেলা শাখার সম্মেলন বন্ধের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মিছিল থেকে সাইফুল ইসলামকে অবৈধ ভারপ্রাপ্ত সভাপতি উল্লেখ করে শ্লোগান দেয়া হয়।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে যশোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শ্রমিক লীগের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মহসিন কবীরের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাহিন মাহমুদ।
এসময় বক্তারা বলেন, যশোর জেলা শ্রমিক লীগের দুইজন করে সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করা হচ্ছে। এজন্য সংগঠনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় শস্তিপূর্ণ ও উৎসবমুখর সম্মেলন করা সম্ভব নয়। তাই এই সমস্যা সমাধাণ ও যশার-৩ আসনের সংসদ সদস্যসহ সবার সাথে আলোচনা করে সম্মেলনের তারিখ নির্ধারণ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সহ-অর্থ সম্পাদক মোফাজ্জেল হোসেন, জেলা ইজিবাইক শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, জাকির হোসেন লিটন, জেলা নির্মাণ শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান মজনু, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, রিকসা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, রিকসা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম দফাদার, সাধারণ সম্পাদক আবুল খায়ের টুলু, হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জামাল হোসেন, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের (বি২১৩৫) সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সোনালী ব্যাংক সিবিএথর সাবেক সাধারণ সম্পাদক কাবিল হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here