অভয়নগরে পীরজাদা শাহ্ হাদিউজ্জামানের মৃত্যুবার্ষিকী পালিত

0
279

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বীরমুক্তিযোদ্ধা ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান ও গণপরিষদ সদস্য পীরজাদা শাহ্ হাদিউজ্জামানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা ময়দানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন, নওয়াপাড়া পীর কেবলা আলহাজ খাজা রফিকুজ্জামান শাহ্।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ ইনামুল হক বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন নওপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, অভয়নগর উপজেলার ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, জেলা পরিষদের সদস্য আব্দুল রউফ মোল্যা, বাঘারপাড়ার দোয়াখোলা ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব হোসেন।
উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here