মোস্তাফিজুর রহমান: দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের ব্যাচ ২৬ এর বিদায় অনুষ্ঠান আজ সোমবার ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
তৃতীয় বর্ষের এ আর নিরব ও নাবিলা সুলতানা দিশার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ হয় এরপর জুনিয়রদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রথম বর্ষের সিঁথি, দ্বিতীয় বর্ষের আয়শা বিনতে বিল্লাল ও রুবিনা খাতুন।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক মণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, সুমন রেজা, হালিম মামুন ও আশিক বিল্লাল।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুভাষ চন্দ্র ভৌমিক এর সভাপতিত্বে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারি এম এম কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার, বিশেষ অতিথি শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, অনুষ্ঠানের আহবায়ক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাউর রহমান ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আর এম এ জাকারিয়া।
বক্তব্যের পর্ব শেষে ইংরেজি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুপুর পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান ছিল।















