বাগআঁচড়া প্রতিনিধি।। : শার্শার বাগআঁচড়া বাজার যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে একটি র্যালি বাগআঁচড়া বাজার প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু ম্যুরালে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইন্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক ইলিয়াছ কবির বকুল, যুগ্ন সাধারন সম্পাদক শাখয়াত হোসেন,কায়বা ইউনিয়ন আ.লীগের সভাপতি হাসান ফিরোজ আহম্মেদ টিংকু,সাধারন সম্পাদক শরিফুল ইসলাম,বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হাসান তুতুল প্রমুখ।
এ ছাড়া বাগআঁচড়া হাইস্কুল, গালর্স স্কুল এ্যান্ড কলেজ,বাগআঁচড়া মাদ্রাসা, কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।















