মণিরামপুর পৌর এলাকায় টিসিবির পণ্য বিতরণ

0
178
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টারঃ যশোরের মণিরামপুর উপজেলার পৌর এলাকায় কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্প্রতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে মণিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টিসিবির ভোজ্যতেলসহ খাদ্যপণ্য বিতরণ করা হয়।
মেসার্স আশরাফ আলী ডিলারের মাধ্যমে সুলভ মূল্যে টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে।
ডিলার পরিচালক আশরাফ আলী জানান, মণিরামপুর পৌরসভার ওয়ার্ড গুলোতে টিসিবির পণ্য সুন্দর এবং সুষ্ঠুভাবে বিতরণ করছি। এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ কার্যক্রমে কোথাও কোন সমস্যা হয় নাই ।
তিনি বলেন,একজন ভোক্তা সর্বোচ্চ এক লিটার সয়াবিন তেল, এক কেজি মসুর ডাল কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, আর প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা দরে বিক্রি করা হয়।
মণিরামপুর পৌরসভার,১ নং হাকোবা,২ নং গাঙ্গড়া, মহাদেবপুর, ৩ নং মনিরামপুর, ৪ নং দুর্গাপুর ওয়ার্ডে ১১৮৬ জনকে টিসিবির পণ্য দেয়া হয়। টিসিবির পণ্য বিক্রির সময় উপস্থিত ছিলেন। কাউন্সিলর বাবুলাল চৌধুরী, সুমন দাস, ট্যাগ অফিসার আনিসুজ্জামান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here