মহেশপুরে কথিত সাংবাদিকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

0
275

মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ ঝিনাইদহের মহেশপুরে কথিত এক সাংবাদিকের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী,বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সূর্যদিয়া-সস্তার বাজার রোডে সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্প্রতি ঢাকা নারায়নগঞ্জ থেকে ছুটে আসা নির্যাতিত এক অসহায় নারীর প্রতিপক্ষের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ওই নারীকে ব্যাপক নির্যাতন করা হয়। নির্যাতিত নারীর পাশে দাড়ানোর অপরাধে দৈনিক আমার সংবাদ পত্রিকার মহেশপুর প্রতিনিধি সাইফুল ইসলাম ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজনকে মিথ্যা মামলা দিয়ে হররানি করার হুমকি দেয়া হচ্ছে। মানববন্ধনে বন্ধনে বক্তারা বলেন,মহেশপুরে কথিত সাংবাদিক সরোয়ার হোসেনের অত্যাচারে তারা অতিষ্ঠ। তিনি মাদক ব্যবসা,নারী কেলেংকারীসহস নারী দিয়ে দেহ ব্যবসাসহ এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছেন। তার অত্যাচারে মহেশপুর উপজেলাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। সমাজের বিত্তশালীদের ব্ল্যাক মেইল করে অর্থ উপার্জন করাই তার মূল টার্গেট। মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশনের ভয় দেখিয়ে বিভিন্ন লোকদের কাছ থেকে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। সরোয়ার হোসেনের অতীত-বর্তমান তদন্ত করলেই এর সত্যতা মিলবে। তার এহেন কর্মকান্ডের বিরুদ্ধে এলাকাবাসী তাই আজ গর্জে উঠেছে। বক্তারা কথিত এই হলুদ সাংবাদিককে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here