যশোরের পুলেরহাটে বিপি দিবস উদযাপন

0
164

আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র পুরেরহাটে স্কাউটসের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল’র ১৬৬তম জন্মবার্ষিকী (বিপি দিবস) উদযাপিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের আয়োজনে আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আঞ্চলিক স্কাউটসের সভাপতি প্রফেসর ডঃ মোঃ আহসান হাবীব।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) আবু হান্নান, আঞ্চলিক সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের, আঞ্চলিক উপ-কমিশনার (ট্রেনিং) মনোয়ার আহমেদ, আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম) মোঃ আক্তারুজ্জামানসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ২৫০জন স্কাউটস এবং স্কাউটারবৃন্দ।
উল্লেখ্য, রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রæয়ারি লন্ডনের হাইড পার্কে জন্মগ্রহণ করেন। তার জন্মদিন ২২ ফেব্রুয়ারিকে বিশ্বব্যাপী ‘বিপি দিবস’ হিসাবে পালিত হয়। ইংল্যান্ডের ব্রাউন্সি দ্বীপে ১৯০৭ সালে তিনি ২০ জন স্কাউট সদস্যদের নিয়ে স্কাউট আন্দোলন শুরু করেন। সে সংখ্যা আজ সারা বিশ্বে ২১৬টি দেশে প্রায় ৫ কোটি ৪০ লাখের অধিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here