গুলিতে নিহত বাংলাদেশি নাগরিকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

0
163

মহেশপুর (ঝিনাইদহ)অফিস : ভারতে ময়না তদন্ত শেষে বাংলাদেশি নাগরিক আরিফুল ইসলামের (২৮) লাশ শুক্রবার বিকেলে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। হত্যার ১৭ দিনের মাথায় মহেশপুর উপজেলার শ্যামকুড় চেয়ারম্যান ঘাট সীমান্ত দিয়ে তার লাশ ফেরত দিয়েছে। এ সময় বিজিবি, বিএসএফ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। নিহত আরিফুল ইসলাম শ্যামকুড় গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে।
বিকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও হাসখালি থানার পুলিশ লাশ নিয়ে পৌঁছালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। শ্যামকুড় ইউনিয়ন চেয়ারম্যান জামিরুল ইসলাম ও নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেন। পরে বাংলাদেশ পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লাশ হন্তান্তর করেন ভারতের পুলিশ।
৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গত ৮ ফেব্রুয়ারি ভোরে ভারতের হাসখালি পাখিউড়া ক্যাম্পের বিএসএফ গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আরিফুলের মৃত্যু হয়। পরে বিএসএফ লাশ নিয়ে গিয়ে ময়না তদন্ত শেষে ১৭ দিনের মাথায় ফেরত দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here