মালয়েশিয়ায় ঝিনাইদহের যুবককে পিটিয়ে লাক্ষাধীক টাকা ছিনতাই

0
173

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : বিদেশের মাটিতেও নিরাপদে নেই প্রবাসিরা। এবার মালয়েশিয়ার একটি শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন শিপন নামে এক যুবক। তিনি ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বংকিরা গ্রামের আব্দুল লতিফ ফড়িঙের ছেলে। গত মঙ্গলবার রাতে মালয়েশিয়ার একটি পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। শিপনের স্ত্রী রুশিয়া বেগম জানান, ঘটনার সময় তিনি বাংলাদেশে আসার প্রস্তুতি হিসেবে জিনিসপত্র গোজগাছ করছিলেন। এমন সময় তামিল ও ইন্দোনেশিয়ার কিছু দুর্বৃত্ত তার রুমে ঢুকে মারধর করে নগদ ৭০ হাজার টাকা, প্লেনের টিকেট, একটি দামি মোবাইল ও কাপড়চোপড় নিয়ে যায়। এ সময় শিপন একাই ঘরে ছিলেন এবং মুঠোফোনে স্ত্রীন সঙ্গে কথা বলছিলেন। কথা বলা অবস্থায় দুর্বৃত্তরা শিপনের উপর হামলে পড়ে। খবর পেয়ে মালয়েশিয়ার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিকটস্থ পাহাড়ী এলাকায় অভিযান চালালেও লুন্ঠিত মালামাল ও টাকা উদ্ধার করতে পারেনি। স্ত্রী রুশিয়া বেগম আরো জানান, আগামী মার্চ মাসে তার স্বামীর বাড়ি আসার কথা ছিল। প্লেনের টিকেট, টাকা ও মালামাল ছিনতাই হওয়ায় স্বামীর ফেরা রিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here