মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার যোগিহুদা গ্রামে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন বন্ধের দাবিতে রবিবার দুপুর ১২টায় মহেশপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারগন।
যোগিহুদা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে তারা মিয়া ও মৃত আব্দুল করিমের ছেলে হানিফ সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, তাদের গ্রামের জালাল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম যোগিহুদা আবড়ার মাঠে কৃষি জমি থেকে মেশিন দিয়ে পাইলিং করে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন করছে। এতে এলাকার কৃষিক্ষেত নষ্ট হচ্ছে ও ঘরবাড়ি ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে তারা উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি) ও থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান।
ওই স্থানে বসবাসকারী বাসিন্দারা জানিয়েছে,একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এ স্থান থেকে বালি ও মাটি উত্তোলন করায় তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ভবিষ্যতে যদি কোন ভূমিকম্প হয় তাহলে তাদের এলাকা ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে। অপরদিকে পরিবেশ নষ্ট হচ্ছে। রাস্তাঘাট দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। এলাকাবাসী সংবাদ সম্মেলনে অনতি বিলম্বে বালি উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।















