ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা): ডুমুরিয়ায় হাত পা বেঁধে এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে তাকে পিটিয়ে জখম করা হয়। সে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার সোভাশিনি গ্রামের ও ভাটা সর্দার রিপন হোসেনের ছেলে মাদ্রাসা ছাত্র ইমন হোসেন।
জানা যায়, শোভনা ইউনিয়নের বাগআচড়া গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে আশিক গাজী ও সোহরাব হোসেন ভুট্টো গাজীসহ আরও ২/৩জন মিলে শিশুটিকে দুহাত বেধে বেদম মারপিট করে। এসময় তারা শিশুটির মাথায় আঘাত করার কারণে শিশুটি বমি করতে থাকে। এব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানায়, দুটি পৃথক অভিযোগ হয়েছে। তবে ছেলেটিকে বেদম মারপিট করা হয়েছে।















