যশোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

0
232

যশোর অফিস : সদর উপজেলার পাঁচবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় সাগর কুমার (৪০) নামে এক মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন । সোমবার বিকাল ৫ টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া আমতলায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সাগর কুমার মাগুরা সদরের ওয়াপদাপাড়া এলাকার গুরুপদ দাসের ছেলে।
পুলিশ জানায়, সোমবার বিকাল ৫ টার দিকে সাগর কুমার শহরের নিউ মার্কেট থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি মাগুরায় ফিরছিলেন। পথিমধ্যে পাঁচবাড়িয়া আমতলা নামক স্থানে পৌঁছালে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here