যশোরে সন্ত্রাসী হামলায় দুইজন আহত।

0
205

।। আসাদুজ্জামান (৭০)মৃত শহীদ উদ্দিন আহমদ হামিদপুর ফতেপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড, ছেলে এবিএম জাফরি আসাদুজ্জামান (৩৮) পিং ঐ সাং ঐ।।।।৩০ বছর আগে শিল্প ব্যাংকের ঋণ প্রস্তুত করতে না পারায় নুর ইসলামের জায়গা নিলামে তুলে দেওয়া হয়।। পরে ২ লক্ষ ৭৫ হাজার টাকা দিয়া জায়গাটি ক্রয় করেন, ভিকটিমের বাবা ,আজ দুপুর আনুমানিক ১-৩০ ঘটিকার সময় জায়গা দখল করার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র ও সটগান নিয়ে ১০-১৫ জন সন্ত্রাসীসহ যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন জমিতে হান আদায় সে সময় ক্রয়সূত্রে প্রকৃত জমির মালিক বাধা সৃষ্টি করলে মালিক ও তার ছেলের উপর সন্ত্রাসী বাহিনী হামলা চালায় এতে গুরুতর আহত হয় ।।।, পরে স্থানীয়রা ধাওয়া দিলে শহিদুল ইসলাম মিলনসহ সন্ত্রাসী বাহিনী পালিয়ে যেতে সক্ষম হলেও, শহিদুল ইসলাম মিলনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জনতার হাতে ধরা পড়ে এক পর্যায়ে তাকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলের পুলিশ যে উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়।।। পিতার ফোন নাম্বার 01981-694320 ভিকটিম জাফরি 01711-261610। ১০একর জমির ২বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা করে আসতেছে,,,,ওসি তদন্ত বলেন স্পটে যেয়ে দুই পক্ষের সংঘর্ষ দেখেছি তবে এখনো কোনো পক্ষ থেকে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ী করিনি। বিষয়টি নিয়ে যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সাক্ষাৎকার নিলে তিনি সাংবাদিকদের জানান জমি জায়গার বিষয়ে আমি কিছুই জানেন না আপনারা বললেন তাই জানলাম।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here