ঝিনাইদহের মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠিত

0
195

সাকিব হাসান,ইবি : ঝিনাইদহের ভিলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাধ্যমিক-২০২২ (এসএসসি) পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভিলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কিছু সংখ্যক তরুণ দ্বারা পরিচালিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। সমাজের দরিদ্র- অসহায় মানুষের সাহায্য করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে থাকে সংগঠনটি।সংগঠনটি ভবিষ্যতে বিশাল পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। চোরকোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, প্রধান আলোচক সংগঠনের উপদেষ্টা মো. নাসির উদ্দিন, বিশেষ আলোচক অলিত কুমার (৩৭তম বিসিএস,শিক্ষা)। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা দারিদ্র্য বিমোচন সহকারী অফিসার মো. মনিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর হারুন আর রশিদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফরিদ আহম্মেদসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মতিয়ার রহমান।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দু’ভাগে বিভক্ত করে কুইজ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।কুইজ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল বর্তমান দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান।কুইজ শেষে আমন্ত্রিত অতিথিদের আলোচনা শুরু হয়।আলোচনায় প্রায় সকলেই বর্তমানে সর্বাধিক ব্যবহৃত ডিভাইস যা আমাদের শিক্ষার্থীদের ধ্বংসের অন্যতম মাধ্যম মোবাইল ব্যবহারের বিষয়ে নির্দেশ দেন।তারা শিক্ষার্থীদের পরিমিত এবং সঠিক কাজে মোবাইল ব্যবহারে উৎসাহিত করেন।প্রধান আলোচক মো. নাসির উদ্দিন তার আলোচনায় ভিলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিশন গঠনের প্রাথমিক ইতিহাস ও এর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে এ প্লাস প্রাপ্ত ও কুইজ বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেওয়া হয়।ভিলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এ মহান উদ্যোগকে অতিথি ও শিক্ষকগণ সাধুবাদ জানান এবং এ ধারা অব্যাহত রাখার জন্য পরামর্শ দেন।যাতে করে শিক্ষার্থীরা পড়াশোনা প্রতি উৎসাহী হয়।পরিশেষে উক্ত সভার সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here