কয়রায় ট্রলি উল্টে যুবক নিহত

0
190

কয়রা (খুলনা) প্রতিনিধি : ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। বুধাবার বিকেল সাড়ে তিনটার টার দিকে কয়রা উপজেলার আন্তবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক আশাশু‌নি উপ‌জেলার বড়দল গ্রা‌মের আ‌জিজুর রহমানের ছেলে আশরাফুল। এ ঘটনায় ওই ট্রলিতে থাকা তার আপন সহোদর শরীফুল গুরুতর আহত হয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম দোহা (বিপিএম) বলেন, ইট বোঝাই ট্রলি নিয়ে আশরাফুল ও শরীফুল আমাদি থেকে কয়রার দিকে আসছিল। পথিমধ্যে আন্তাবুনিয়া এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয় ট্রলিটি খাদে পড়ে যায়। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলের মৃত্যু নিশ্চিত করেন। শরীফুল গুরুতর আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। তিনি আরও বলেন, আশরাফুল ও শরীফুল দু’ভাই। কে গাড়ি চালচ্ছিলেন তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here