৩৫ অসহায়দের মাঝে কাতার মেশিন বিনামুল্যে বিতারণ

0
208

জি,এম ফিরোজ উদ্দিন : খুলনা জেলার ফুলতলা উপজেলার ৩ নংজামিরা ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং মা ও শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের বাস্তবায়নে মঙ্গলবার সকালে। সমাজের হতদরিদ্র , অসহায়দের ও বিধবা তালাকপ্রাপ্তদের মাঝে। কঁাতা শিল্পের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন ও দরিদ্র বিমোচন কর্মসূচি। বিনা মূল্যে উপকার ভোগীদের মাঝে কঁাতা তৈরির মেশিন ও উপকরন বিতারণ করা হয়েছে। এ অনুষ্ঠান উদ্বোধন করেন জামিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মনিরুল ইসলাম সরদার ।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং মা ও শিশু স্বাস্হ্য ফাউন্ডেশনের বাস্তবায়নে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্ত্যব রাখেন মা ও শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের পরিচালক ডা: মোশাররফ হোসেন।ইউপি সদস্য আ হালিম সরদার, ইউপি সদস্য হোসনে আরা বেগম, সদস্য নার্গিস বেগম,মো আশরাফ আলী সরদার।এ দিন বিনামুল্যে কঁাতা তৈরির মেশিন ও উপকরণ ৩৫ টি পরিবারের মাঝে বিতারণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here