সব সময় ভালো কাজের চর্চা করতে হবে: ডিসি যশোর

0
224

খাজুরা (যশোর) প্রতিনিধি: শিক্ষার্থীদের উদ্দেশ্যে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেছেন, হৃদয় দিয়ে পড়তে হবে। প্রচন্ড মন খারাপ হলে বই পড়বে। কখনো হতাশ হবে না। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। সব সময় ভালো কাজের চর্চা করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া স্মার্টফোন ব্যবহারের দরকার নেই। তোমরা চাইলেই দেশটা পরিবর্তন করে দিতে পারো। তাই পড়াশোনার কোনো বিকল্প নেই।’ বৃহস্পতিবার (০২ মার্চ) খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ে দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, ‘শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’ বিকেলে ক্যাম্পাস চত্ত্বরে সুসজ্জিত মঞ্চে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাওশি) খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার ও বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ কুমার ঘোষ। এ সময় যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অমল কুমার, মাওশির খুলনা অঞ্চলের উপ-পরিচালক এসকে মোস্তাফিজুর রহমান, গবেষণা কর্মকতা এনামুল ইসলাম, কলেজ স্টাফ কাউন্সিললের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান, লেবুতলা ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক অভিজিৎ সিংহ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক আবু সাঈদ মো. আতিকুর রহমান। ##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here