একসাথে বেড়াতেন, একসাথেই চলে গেলেন দুই বন্ধু

0
188

চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেন্টি কড়ই গাছে মেরে দিয়ে ইব্রাহিম হোসেন (২৭) ও জাহাঙ্গীর হোসেন (২৭) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ইব্রাহিম চৌগাছা পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কুঠিপাড়া গ্রামের ইউসূফ আলীর ছেলে। জাহাঙ্গীর একই গ্রামের বাকি বিল্লাহ বাক্কির ছেলে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের বাটিকামারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাত ৯টায় কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন এবং জাহাঙ্গীরকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় নেয়ার পথে শনিবার ভোর রাতে জাহাঙ্গীরের মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে দুই বন্ধু চৌগাছা থেকে গ্লামার ১২৫সিসি মোটরসাইকেলযোগে মহেশপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে চৌগাছা থানাধীন ১০নং নারায়ণপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের কাজী ফার্ম থেকে ২০০ গজ দূরে চৌগাছা-মহেশপুর সড়কে হঠাৎ চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি রেন্টি কড়ই গাছে মেরে দেয়। এতে মোটরসাইকেল চালক ইব্রাহিম ও তার সঙ্গে থাকা জাহাঙ্গীর গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক শিক্ষা পরীক্ষা-নিরীক্ষা শেষে মোটরসাইকেল চালক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন এবং জাহাঙ্গীরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় যশোর ২৫০ িশয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
যশোর হাসপাতালে ভর্তির পর জাহাঙ্গীরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে ভোর রাতের দিকে তার মৃত্যু হয়। পরে মরদেহটি তার বাড়িতে নেয়া হয়।
হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমরান বলেন, হাসপাতালে আনার আগেই ইব্রাহিমের মৃত্যু হয়। জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে দুই বন্ধুর একসাথে সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে গ্রামে নেমেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, দুইবন্ধু একসাথেই বেড়াতেন। বেশিরভাগ সময় এক মটরসাইকেলেই চলতেন। গতকালও এক মটরসাইকেলে একসাথে যাচ্ছিলেন চৌগাছা থেকে মহেশপুর। একসিডেন্ট করে মারাও গেলেন একসাথে। একসাথে জানাজা এবং একসাথেই কবরস্থ হতে যাচ্ছেন।
এদিকে নিহতদের পরিবারিক সূত্রে জানা গেছে, শনিবার যোহর নামাজের পর চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে দুই বন্ধুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here