রাজগঞ্জ বাজারে সজনের কেজি ২০০ টাকা, খুশি গাছ মালিকেরা

0
191

ঝাঁপা প্রতিনিধি : মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খুচরা কাঁচা বাজারে পাওয়া যাচ্ছে উচ্চ পুষ্টি সমৃদ্ধ সবজি সজনে ডাটা। তবে- প্রতি কেজি সজনে বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। মৌসুমের শুরুতে সজনের ভালো দাম পাওয়ায় খুশি গাছ মালিকেরা। রাজগঞ্জসহ বিভিন্ন পাইকারি তরকারির বাজার ঘুরে দেখাগেছে- সজনে ডাটা বাজারে উঠেছে। প্রতিকেজি সজনে ডাটা চাষিরা ১৮০ টাকা পাইকারি দরে বিক্রি করছেন আর স্থানীয় বাজারে ব্যাবসীরা খুচরা ২০০ টাকা দরে বিক্রি করছেন। গাছ মালিক স্থানীয় আবুবক্কার বলেন- বর্তমানে প্রতি কেজি সজনে ডাটা ১৭০-১৮০ টাকা পাইকারি দরে বিক্রি করছি। এই দামে আমি খুশি। বিগত ৩ বছর যাবত বাণিজ্যিকভাবে সজনে চাষ শুরু করেছি। একবার গাছ লাগালে অনেক বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। এছাড়াও সজনে গাছের পরিচর্যায় খরচও অনেক কম। তাই প্রতিবছর সজনে উৎপাদন সম্ভব।
সজনের উচ্চ মূল্য পাওয়ায় সজনের ডাল রোপণ করতে চাষিরাও উৎসাহিত হচ্ছেন বলে তৃপ্তি মল্লিক নামের আর এক চাষি জানিয়েছেন। তিনি বলেন- বাড়ির পাশে বেড়া ও সীমানায় লাগিয়ে রাখলে ফলন পাওয়া যায়। বাজারে সজনের চাহিদা ও দাম ভাল হওয়ায় প্রতি বছর নতুন নতুন চাষি সজনের চাষ শুরু করেছেন।
রাজগঞ্জ বাজারের খুচরা বিক্রেতা গফ্ফার আলী বলেন- দুই-একদিন হলো সজনে ডাটা উঠেছে। স্থানীয় বাজারে সজনের ব্যাপক চাহিদা রয়েছে। পাইকারী ১৮০ টাকায় কিনে ২০০ টাকায় বিক্রি করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here